কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

ভূমিকা অধ্যায় (ইত্তেবায়ে সুন্নাহ,ইলম ও সাহাবা রাঃ এর মর্যাদা সংশ্লিষ্ট)

হাদীস নং: ২৬৩
আন্তর্জাতিক নং: ২৬৩
যাকে কিছু ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হয় আর সে তা গোপন করে
২৬৩। হুসায়ন ইবন আবু সাররী আসকালানী (রাহঃ)......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন এই উম্মতের শেষ যমানার লোকেরা যখন পূর্ববর্তীদের লা'নত করবে, সে সময় কেউ একটি হাদীস গোপন করলে সে যেন আল্লাহ কর্তৃক নাযিলকৃত কিতাবকে গোপন করলো।
بَاب مَنْ سُئِلَ عَنْ عِلْمٍ فَكَتَمَهُ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ أَبِي السَّرِيِّ الْعَسْقَلاَنِيُّ، حَدَّثَنَا خَلَفُ بْنُ تَمِيمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ السَّرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا لَعَنَ آخِرُ هَذِهِ الأُمَّةِ أَوَّلَهَا فَمَنْ كَتَمَ حَدِيثًا فَقَدْ كَتَمَ مَا أَنْزَلَ اللَّهُ ‏"‏ ‏.‏
সুনানে ইবনে মাজা - হাদীস নং ২৬৩ | মুসলিম বাংলা