কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

ভূমিকা অধ্যায় (ইত্তেবায়ে সুন্নাহ,ইলম ও সাহাবা রাঃ এর মর্যাদা সংশ্লিষ্ট)

হাদীস নং: ২৬২
আন্তর্জাতিক নং: ২৬২
যাকে কিছু ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হয় আর সে তা গোপন করে
২৬২। আবু মারওয়ান উসমানী, মুহাম্মাদ ইবন 'উসমান (রাহঃ), আব্দুর রহমান ইবন হরমুখ আবাজ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি আবু হুরায়রা (রাযিঃ)-কে বলতে শুনেছেন : আল্লাহর কসম! যদি মহান আ কিভাবে এ দুটি আয়াত না থাকত, তবে আমি কখনো নবী (ﷺ) থেকে কোন হাদীস বর্ণনা করতাম। যদি আল্লাহর এ বাণী না থাকতঃ....ان الذين يكتمون ما أنزل الله من الكتب..আল্লাহ যে কিতাব নাযিল করেছেন, যারা তা গোপন রাখে ও বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছুই পূরে না। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না।এবং তাদের পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি । তারাই সৎপথের বিনিময়ে তার পথ এবং ক্ষমার পরিবর্তে শান্তি ক্রয় করেছে। আগুন সহ্য করতে তারা কতই না ধৈর্যশীল!(২ঃ১৭৪-১৭৫)
بَاب مَنْ سُئِلَ عَنْ عِلْمٍ فَكَتَمَهُ
حَدَّثَنَا أَبُو مَرْوَانَ الْعُثْمَانِيُّ، مُحَمَّدُ بْنُ عُثْمَانَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ الأَعْرَجِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ وَاللَّهِ لَوْلاَ آيَتَانِ فِي كِتَابِ اللَّهِ تَعَالَى مَا حَدَّثْتُ عَنْهُ - يَعْنِي عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ - شَيْئًا أَبَدًا لَوْلاَ قَوْلُ اللَّهِ ‏(إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنْزَلَ اللَّهُ مِنَ الْكِتَابِ)‏ إِلَى آخِرِ الآيَتَيْنِ ‏.‏
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সুনানে ইবনে মাজা - হাদীস নং ২৬২ | মুসলিম বাংলা