কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
ভূমিকা অধ্যায় (ইত্তেবায়ে সুন্নাহ,ইলম ও সাহাবা রাঃ এর মর্যাদা সংশ্লিষ্ট)
হাদীস নং: ১০২
আন্তর্জাতিক নং: ১০২
উমর (রাযিঃ)-এর ফযীলত
১০২। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ……. 'আব্দুল্লাহ্ ইবন শাকীক (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আম আয়েশা (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলামঃ রাসলুল্লাহ্ (ﷺ)-এর নিকট সাহাবীগণের মধ্যে কে অধিক প্রিয় ছিলেন? তিনি বললেন: আবু বকর (রাযিঃ)। আমি আবার জিজ্ঞাসা করলামঃ তারপর তাঁদের মাঝে কে? তিনি বললেন : 'উমর (রাযিঃ)। আমি পুনরায় জিজ্ঞাসা করলাম। এরপর তাঁদের কে? তিনি বললেনঃ আবু 'উবায়দা (রাযিঃ)।
بَاب فَضْلِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، أَخْبَرَنِي الْجُرَيْرِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، قَالَ قُلْتُ لِعَائِشَةَ أَىُّ أَصْحَابِهِ كَانَ أَحَبَّ إِلَيْهِ قَالَتْ أَبُو بَكْرٍ . قُلْتُ ثُمَّ أَيُّهُمْ قَالَتْ عُمَرُ . قُلْتُ ثُمَّ أَيُّهُمْ قَالَتْ أَبُو عُبَيْدَةَ .
