কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
ভূমিকা অধ্যায় (ইত্তেবায়ে সুন্নাহ,ইলম ও সাহাবা রাঃ এর মর্যাদা সংশ্লিষ্ট)
হাদীস নং: ১০১
আন্তর্জাতিক নং: ১০১
আবু বকর সিদ্দীক (রাযিঃ)-এর ফযীলত বর্ণনা।
১০১। আহমদ ইবনে আব্দাহ্ ও হুসায়ন ইবন হাসান মারুযী (র.) আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জিজ্ঞাসা করা হলো ঃ ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! কোন্ লোকটি আপনার কাছে অধিক প্রিয়? তিনি বললেন : 'আয়েশা (রাযিঃ)। আবার জিজ্ঞাসা করা হলো : পুরুষদের মাঝে কে? তিনি বললেন : তার পিতা।
بَاب فَضْلِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللهُ عَنْهُ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، وَالْحُسَيْنُ بْنُ الْحَسَنِ الْمَرْوَزِيُّ، قَالاَ حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ أَىُّ النَّاسِ أَحَبُّ إِلَيْكَ قَالَ " عَائِشَةُ " . قِيلَ مِنَ الرِّجَالِ قَالَ " أَبُوهَا " .
