আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৪- শর্তাবলীর বিধান সংক্রান্ত অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৭২১
১৬৯২. বিবাহ বন্ধনের সময় মোহরের ব্যাপারে শর্তাবলী। উমর (রাযিঃ) বলেন, দাবী দাওয়া নির্ধারণ শর্তারোপের সময়। আর তুমি যে শর্ত করেছ, তাই তোমার প্রাপ্য। মিসওয়ার (রাযিঃ) বলেন, আমি নবী (ﷺ) কে তার এক জামাতার কথা বলতে শুনেছি, তিনি তার জামাতা হিসেবে তার ভুয়সী প্রশংসা করলেন। বললেন, সে আমার সঙ্গে যে কথা বলেছে তা সত্য বলে প্রমাণ করেছে। আর আমার সঙ্গে যে ওয়াদা করেছে তা পূরণ করেছে।
২৫৩৮। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) .... উকবা ইবনে আমির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, শর্তাবলীর মধ্যে যা পূরণ করার অধিক দাবী রাখে তা হল সেই শর্ত যার মাধ্যমে তোমরা তোমাদের স্ত্রীদের হালাল করেছ।


বর্ণনাকারী: