আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৪- শর্তাবলীর বিধান সংক্রান্ত অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৭২০
১৬৯১. বার্গাচাষ ইত্যাদির বিষয়ে শর্তাবলী
২৫৩৭। মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) .... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) খায়বার (-এর ভূমি) ইয়াহুদীদেরকে দিলেন এ শর্তে যে, তারা তাতে কাজ করবে এবং তাতে ফসল ফলাবে, তাতে যা উৎপন্ন হবে তারা তার অর্ধেক পাবে।
