কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৪৭. ঈমান এবং ঈমানের শাখা প্রশাখার বিবরণ

হাদীস নং: ৫০২২
আন্তর্জতিক নং: ৫০২২

পরিচ্ছেদঃ মুনাফিকের আলামত

৫০২১. ওয়াসিল ইবনে আব্দুল আলা (রাহঃ) ......... যির ইবনে হুবায়শ (রাহঃ) থেকে বর্ণিত, আলী (রাযিঃ) বলেছেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) আমার নিকট অঙ্গীকার করে বলেছেনঃ কেবল মু’মিনই আমার সাথে মহব্বত রাখবে, আর মুনাফিকই আমার প্রতি শত্রুতা পোষণ করবে।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন