কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৪৭. ঈমান এবং ঈমানের শাখা প্রশাখার বিবরণ

হাদীস নং: ৫০১২
আন্তর্জতিক নং: ৫০১২

পরিচ্ছেদঃ ঈমানের বৃদ্ধি পাওয়া

৫০১১. আবু দাউদ (রাহঃ) ......... তারিক ইবনে শিহাব (রাহঃ) থেকে বর্ণিত তিনি বলেন, এক ইয়াহুদী উমর ইবনে খাত্তাবের নিকট এসে বললোঃ হে আমীরুল মু’মিনীন! আপনাদের কুরআনে একটি আয়াত আছে, যা আপনারা পাঠ করে থাকেন, যদি ঐ আয়াতটি ইয়াহুদীদের উপর নাযিল হতো, তবে আমরা ঐ দিনকে ঈদের দিন হিসাবে ধার্য করতাম। তিনি বললেনঃ তা কোন আয়াত? সে বললঃ তা হলঃ (الْيَوْمَ عِيدًا قَالَ أَيُّ آيَةٍ قَالَ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمْ الْإِسْلَامَ دِينًا)। উমর (রাযিঃ) বললেনঃ যে স্থানে সে সময় ঐ আয়াত নাযিল হয়েছে, তা আমার জানা আছে। ঐ আয়াত রাসূলুল্লাহ্ (ﷺ) এর উপর আরাফাতে শুক্রবারে নাযিল হয়।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন

সুনানে নাসায়ী - হাদীস নং ৫০১২ | মুসলিম বাংলা