কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৪৭. ঈমান এবং ঈমানের শাখা প্রশাখার বিবরণ

হাদীস নং: ৪৯৯৮
আন্তর্জাতিক নং: ৪৯৯৮
ঈমান এবং ঈমানের শাখা প্রশাখার বিবরণ
ব্যক্তির ইসলামের উৎকৃষ্টতা
৪৯৯৭. আহমাদ ইবনে মুআল্লা (রাহঃ) ......... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন কোন ব্যক্তি উত্তমরূপে ইসলাম গ্রহণ করে, তখন আল্লাহ্ তাআলা তার ঐ সকল সৎকর্ম লিখে নেন, যা সে পূর্বে করেছিল আর তার সেই সকল পাপ মুছে ফেলেন যাতে অতীতে লিপ্ত হয়েছিল। এরপর তার হিসাব এইভাবে লিখিত হয় যে, তার প্রত্যেক নেকীর পরিবর্তে দশ হতে সাতশত গুণ পর্যন্ত সওয়াব লেখা হয়। আর প্রত্যেক পাপ শুধু অতটুকুই লেখা হয়, যা সে করে, যদি না আল্লাহ্ তাআলা ক্ষমা করেন।
كتاب الإيمان وشرائعه
حُسْنُ إِسْلَامِ الْمَرْءِ
أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ الْمُعَلَّى بْنِ يَزِيدَ قَالَ حَدَّثَنَا صَفْوَانُ بْنُ صَالِحٍ قَالَ حَدَّثَنَا الْوَلِيدُ قَالَ حَدَّثَنَا مَالِكٌ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَسْلَمَ الْعَبْدُ فَحَسُنَ إِسْلَامُهُ كَتَبَ اللَّهُ لَهُ كُلَّ حَسَنَةٍ كَانَ أَزْلَفَهَا وَمُحِيَتْ عَنْهُ كُلُّ سَيِّئَةٍ كَانَ أَزْلَفَهَا ثُمَّ كَانَ بَعْدَ ذَلِكَ الْقِصَاصُ الْحَسَنَةُ بِعَشْرَةِ أَمْثَالِهَا إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ وَالسَّيِّئَةُ بِمِثْلِهَا إِلَّا أَنْ يَتَجَاوَزَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَنْهَا

হাদীসের ব্যাখ্যা:

ঈমান গ্রহণকারীর ইসলামপূর্ব জিন্দেগীর গুনাহ মাফ হওয়ার জন্য একটা শর্ত আরোপ করা হয়েছে। ইসলামের শুধু মৌখিক ঘোষণাই যথেষ্ট নয়, বরং 'কলেমা "লা-ইলাহা ইল্লাল্লাহ"-কে বাস্তব জীবনে প্রতিফলিত করতে হবে। জীবনের প্রত্যেক স্তরে আল্লাহর আনুগত্য করতে হবে। যদি কোন ব্যক্তি শুধুমাত্র কলেমা উচ্চারণ করে এবং নিজের জীবনকে ইসলাম এর রং-এ রঞ্জিত না করে। তবে এটাই প্রমাণিত হয় যে, সে আন্তরিকতার সাথে ইসলাম কবুল করেনি বা ইসলামের হুকুম-আহকাম পালন করতে কোনরূপ ত্যাগ স্বীকারে প্রস্তুত নয়, ঈমান গ্রহণ করার পর যদি জীবনে কোনরূপ পরিবর্তন সূচীত না হয় এবং পূর্বের মন্দ অভ্যাস ত্যাগ করা না যায়, তাহলে পূর্ববর্তী গুনাহ মাফ হওয়ার প্রশ্নই ওঠে না। সংক্ষিপ্তভাবে একথা বলা যেতে পারে যে, পূর্ববর্তী গুনাহ মাফ হওয়ার জন্য আন্তরিকতার সাথে ঈমান আনতে হবে এবং বাস্তব জীবনের ইসলামের হুকুম আহকাম পালন করতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে নাসায়ী - হাদীস নং ৪৯৯৮ | মুসলিম বাংলা