আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪১- হিবা তথা উপহার প্রদান, এর ফযীলত ও এতে উৎসাহ প্রদান

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৫৯৩
১৬১৯. মহিলার জন্য স্বামী থাকা অবস্থায় স্বামী ছাড়া অন্য কাউকে দান করা বা গোলাম আযাদ করা; যদি সে নির্বোধ না হয় তবে জায়েয, আর নির্বোধ হলে জায়েয নয়। আল্লাহ তাআলা বলেনঃ নির্বোধদের হাতে তোমরা নিজেদের সম্পদ তুলে দিও না। (৪ঃ ৫)
২৪২২। হিব্বান ইবনে মুসা (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সফরের ইচ্ছা করলে স্ত্রীদের মাঝে কুরআর (লটারী) প্রক্রিয়া গ্রহণ করতেন। যার নাম আসতো তিনি তাঁকে নিয়েই সফরে বের হতেন। এছাড়া প্রত্যেক স্ত্রী অন্য একদিন এক রাত নির্ধারিত করে দিতেন। তবে সাওদা বিনতে যাম’আ (রাযিঃ) নিজের অংশের দিন ও রাত নবী (ﷺ) এর স্ত্রী আয়িশা (রাযিঃ) কে দান করেছিলেন। এর দ্বারা তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর সুন্তুষ্টি কামনা করতেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন