আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪১- হিবা তথা উপহার প্রদান, এর ফযীলত ও এতে উৎসাহ প্রদান
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৫৮২
১৬১৩. যে সব হাদিয়া ফিরিয়ে দিতে নেই
২৪১২। আবু মা’মার (রাহঃ) .... আযরা ইবনে সাবিত আনসারী (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন ছুমামা ইবনে আব্দুল্লাহ (রাহঃ) এর কাছে গেলাম, তিনি আমাকে সুগন্ধি দিলেন এবং বললেন আনাস (রাযিঃ) কখনো সুগন্ধি দ্রব্য ফিরিয়ে দিতেন না। তিনি আরো বলেন, আর আনাস (রাযিঃ) বলেছেন, নবী (ﷺ) সুগন্ধি ফিরিয়ে দিতেন না।
