আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৩৯- দাসমুক্তির অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৫৩২
১৫৮৮. আযাদ করার নিয়তে কোন ব্যক্তি নিজের গোলাম সম্পর্কে সে আল্লাহর জন্য নির্দিষ্ট বলা এবং আযাদ করার ক্ষেত্রে সাক্ষী রাখা।
২৩৬৫ শিহাব ইবনে আব্বাদ (রাহঃ) .... কায়স (রাহঃ) থেকে বর্ণিত তিনি বলেন, আবু হুরায়রা (রাযিঃ) তাঁর গোলামকে সাথে করে ইসলামের উদ্দেশ্যে (মদীনা) আগমনকালে পথিমধ্যে তারা একে অপরকে হারিয়ে ফেললেন এবং তিনি (আবু হুরায়রা) বললেন, শুনুন! আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, সে আল্লাহর জন্য।
