আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৩৭- অংশীদারিত্ব প্রসঙ্গ

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৪৯৭
১৫৬৯. সোনা ও রূপা বিনিময় যোগ্য মুদ্রার অংশীদার হওয়া
২৩৩৫। আমর ইবনে আলী (রাহঃ) .... আবু মুসলিম (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবুল মিনহাল (রাহঃ) কে মুদ্রার নগদ বিনিময় সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আমি এবং আমার এক অংশীদার একবার কিছু মুদ্রা নগদে ও বাকীতে বিনিময় করেছিলাম। এপর বারা’ ইবনে আযিব (রাযিঃ) আমাদের কাছে এলে আমরা তাকে (সে সম্পর্কে) জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আমি এবং আমার অংশীদার যায়দ ইবনে আরকাম (রাযিঃ) এরূপ করেছিলাম। পরে নবী (ﷺ)- কে সে সম্পর্কে জিজ্ঞাসা করায় তিনি বললেন, নগদে যা বিনিময় করেছো, তা বহাল রাখো, আর বাকীতে যা বিনিময় করেছো, তা প্রত্যাহার করো।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন