২৯২১. আমর ইবনে আলী (রাহঃ) ......... মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ্ ইবনে সায়িব (রাহঃ) তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন যে, তিনি ইবনে আব্বাস (রাযিঃ)-কে নিয়ে হাজরে আসওয়াদের সাথে মিলিত স্তম্ভের পাশের তৃতীয় অংশে, যে স্থানটি দরজার নিকটবর্তী সেখানে দাঁড় করালেন। তখন ইবনে আব্বাস (রাযিঃ) বললেনঃ আপনি কি সংবাদ পাননি যে, রাসূলুল্লাহ্ (ﷺ) এই স্থানে নামায আদায় করেছেন? তিনি বললেনঃ হ্যাঁ। তারপর তিনি এগিয়ে গিয়ে সেখানে নামায আদায় করলেন।