কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

২৪. হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ

হাদীস নং: ২৭৩১
আন্তর্জাতিক নং: ২৭৩১
হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ
হজ্জে কিরান
২৭৩৩. ইয়াকুব ইবনে ইবরাহীম (রাহঃ) ......... বকর ইবনে আব্দুল্লাহ্ মুযানী (রাহঃ) থেকে বৰ্ণিত। তিনি বলেন, আমি আনাস (রাযিঃ) থেকে বলতে শুনেছি। নবী (ﷺ)-কে হজ্জ ও উমরার একত্রে তালবিয়া পাঠ করতে শুনেছি। রাবী বলেন, আনাস (রাযিঃ)-এর কথা ইবনে উমর (রাযিঃ)-এর নিকট বর্ণনা করলে তিনি বললেনঃ নবী (ﷺ) কেবলমাত্র হজ্জের তালবিয়া পাঠ করেছেন। এরপর আমি আনাসের সঙ্গে সাক্ষাত করেছি। ইবনে উমরের এই উক্তি তার নিকট ব্যক্ত করলে তিনি বললেন, ইবনে উমর কি আমাদেরকে বালক মনে করেন? আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে লাব্বাইকা উমরাতান ওয়া হজ্জান অর্থাৎ উমরা ও হজ্জের তালবিয়া একত্রে পড়তে শুনেছি।
كتاب مناسك الحج
الْقِرَانُ
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ حَدَّثَنَا هُشَيْمٌ قَالَ حَدَّثَنَا حُمَيْدٌ الطَّوِيلُ قَالَ أَنْبَأَنَا بَكْرُ بْنُ عَبْدِ اللَّهِ الْمُزَنِيُّ قَالَ سَمِعْتُ أَنَسًا يُحَدِّثُ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُلَبِّي بِالْعُمْرَةِ وَالْحَجِّ جَمِيعًا فَحَدَّثْتُ بِذَلِكَ ابْنَ عُمَرَ فَقَالَ لَبَّى بِالْحَجِّ وَحْدَهُ فَلَقِيتُ أَنَسًا فَحَدَّثْتُهُ بِقَوْلِ ابْنِ عُمَرَ فَقَالَ أَنَسٌ مَا تَعُدُّونَا إِلَّا صِبْيَانًا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَبَّيْكَ عُمْرَةً وَحَجًّا مَعًا
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)