আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৩- উযূর অধ্যায়

হাদীস নং: ২১৪
১৫১। হাদস ছাড়া উযু করা
২১৪। মুহাম্মাদ ইবনে ইউসুফ (রাহঃ) ও মুসাদ্দাদ (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) প্রত্যেক নামাযের সময় উযু করতেন। আমি বললামঃ আপনারা কিরূপ করতেন? তিনি বললেনঃ হাদস (উযু ভঙ্গের কারণ) না হওয়া পর্যন্ত আমাদের (পূর্বের) উযুই যথেষ্ট হত।
باب الْوُضُوءِ مِنْ غَيْرِ حَدَثٍ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ عَامِرٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا، ح قَالَ وَحَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي عَمْرُو بْنُ عَامِرٍ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَتَوَضَّأُ عِنْدَ كُلِّ صَلاَةٍ. قُلْتُ كَيْفَ كُنْتُمْ تَصْنَعُونَ قَالَ يُجْزِئُ أَحَدَنَا الْوُضُوءُ مَا لَمْ يُحْدِثْ.

হাদীসের ব্যাখ্যা:

রসূল স.-এর উপস্থিতিতে সাহাবায়ে কিরাম কর্তৃক এক অযু দ্বারা একাধিক নামায আদায় থেকে প্রমাণিত হয় যে, অযু থাকলে প্রতি ওয়াক্তের জন্য নতুন অযু জরুরী নয়। মক্কা বিজয়ের দিন এক অযু দ্বারা রসূলুল্লাহ স. নিজেও বেশ কয়েক ওয়াক্ত নামায পড়েছেন মর্মে সহীহ হাদীসে বর্ণিত রয়েছে। (মুসলিম: ৫৩৫) আর এ হাদীসের বর্ণনামতে রসূল স. স্বাভাবিক ভাবে প্রত্যেক নামাযের জন্য নতুন অযু করতেন। এ থেকে প্রমাণিত হয় যে, প্রত্যেক ওয়াক্তে নতুন অযু করা জরুরী না হলেও তা উত্তম। এটাই হানাফী মাযহাবের মত। (নুরম্নল ঈযাহ: পৃষ্ঠা- ৩৭)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ বুখারী - হাদীস নং ২১৪ | মুসলিম বাংলা