আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৩- উযূর অধ্যায়
হাদীস নং:
১৫১। হাদস ছাড়া উযু করা
২১৫। খালিদ ইবনে মাখলাদ (রাহঃ) ......... সুওয়ায়দ ইবনে নু‘মান (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ খায়বর যুদ্ধের বছর আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে বের হলাম। সাহবা নামক স্থানে পৌঁছে রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিয়ে আসরের নামায আদায় করলেন। নামায শেষে তিনি খাবার আনতে বললেন। ছাতু ছাড়া আর কিছু আনা হল না। আমরা তা খেলাম এবং পান করলাম। তারপর নবী (ﷺ) মাগরিবের জন্য দাঁড়িয়ে কুলি করলেন; তিনি (নতুন) উযু করলেন না।


বর্ণনাকারী: