আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২৭- সলম তথা অগ্রিম বেচাকেনার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২২৫৬
১৩৯৬. উটনী বাচ্চা প্রসবের মেয়াদে সলম করা
২১১৩. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ......... আব্দুল্লাহ (ইবনে উমর রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, লোকেরা (মুশরিকরা) গর্ভবতী উটনীর বাচ্চার বাচ্চা প্রসব করার মেয়াদে ক্রয়-বিক্রয় করত। নবী করীম (ﷺ) এ থেকে নিষেধ করলেন। (রাবী) নাফি‘ (রাহঃ)-এর ব্যাখ্যা করেছেন, উটনী তার পেটের বাচ্চা প্রসব করবে।
