আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২৭- সলম তথা অগ্রিম বেচাকেনার অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২২৫৪
১৩৯৫. নির্দিষ্ট মেয়াদে সলম (পদ্ধতিতে) ক্রয়-বিক্রয়।
২১১২. মুহাম্মাদ ইবনে মুকাতিল (রাহঃ) ......... মুহাম্মাদ ইবনে আবু মুজালিদ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আবু বুরদা ও আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ (রাহঃ) আমাকে আব্দুর রহমান ইবনে আবযা ও আব্দুল্লাহ ইবনে আবু আওফা (রাযিঃ)-এর নিকট পাঠালেন। আমি সলম (পদ্ধতিতে ক্রয়-বিক্রয়) সম্পর্কে তাদের জিজ্ঞাসা করলে তাঁরা উভয়ে বললেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে (জিহাদে) আমরা মালে গনিমত লাভ করতাম। আমাদের কাছে সিরিয়া থেকে কৃষকগণ আসলে আমরা তাদের সঙ্গে গম, যব ও যায়তুনে নির্দিষ্ট মেয়াদে সলম করতাম। তিনি (মুহাম্মাদ ইবনে আবু মুজালিদ রাহঃ) বলেন, আমি জিজ্ঞাসা করলাম, তাদের কাছে সে সময় ফসল মওজুদ থাকত, কি থাকত না? তাঁরা উভয়ে বললেন, আমরা এ বিষয়ে তাদের জিজ্ঞাসা করিনি।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সহীহ বুখারী - হাদীস নং ২১১২ | মুসলিম বাংলা