কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

১৯. দু' ঈদের নামাযের বর্ণনা

হাদীস নং: ১৫৫৭
আন্তর্জাতিক নং: ১৫৫৭
দু' ঈদের নামাযের বর্ণনা
চাঁদ দেখার পরবর্তী দিন ঈদের নামাযের জন্য বের হওয়া
১৫৬০। আমর ইবনে আলী (রাহঃ) ......... আবু উমায়র ইবনে আনাসের চাচাদের থেকে বর্ণিত যে, একদল লোক রমযানের ত্রিশতম দিনে চাঁদ দেখে নবী (ﷺ) এর কাছে আসল। তিনি তাদেরকে পরবর্তী দিনে, দিন উজ্জ্বল হওয়ার পর ইফতার করার এবং ঈদগাহে গমনের নির্দেশ দিলেন।
كتاب صلاة العيدين
باب الْخُرُوجِ إِلَى الْعِيدَيْنِ مِنَ الْغَدِ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا أَبُو بِشْرٍ، عَنْ أَبِي عُمَيْرِ بْنِ أَنَسٍ، عَنْ عُمُومَةٍ، لَهُ أَنَّ قَوْمًا، رَأَوُا الْهِلاَلَ فَأَتَوُا النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَمَرَهُمْ أَنْ يُفْطِرُوا بَعْدَ مَا ارْتَفَعَ النَّهَارُ وَأَنْ يَخْرُجُوا إِلَى الْعِيدِ مِنَ الْغَدِ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: