আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২৬- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২১৬৪
১৩৪৭.(শহরে প্রবেশের পূর্বে কমমূল্যে খরিদের আশায়) বণিক দলের সাথে সাক্ষাত করা নিষেধ। এরূপ ক্রয় করা প্রত্যাখ্যাত।
২০৩০. মুসাদ্দাদ (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত, যে ব্যক্তি স্তনে দুধ আটকিয়ে রাখা (বকরী-গাভী,) উটণী খরিদ করে (তা ফেরৎ দিলে) সে যেন তার সাথে এক সা’(খেজুরও) ফেরৎ দেয়। তিনি আরো বলেন, নবী করীম (ﷺ) বণিক দলের সাথে (শহরে প্রবেশের পূর্বে) সাক্ষাৎ করতে নিষেধ করেছেন।
