কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৬. নামাযের সময়সূচী
হাদীস নং: ৫৩০
আন্তর্জাতিক নং: ৫৩০
 নামাযের সময়সূচী
ইশার নামায দেরী করে আদায় করা মুস্তাহাব।
৫৩১। সুওয়ায়দ ইবনে নসর (রাহঃ) ......... সাইয়ার ইবনে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এবং আমার পিতা আবু বারযাহ (রাযিঃ)-এর নিকট উপস্থিত হলাম। আমার পিতা জিজ্ঞাসা করলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) ফরজ নামায কিভাবে আদায় করতেন? তিনি বললেনঃ সুর্য পশ্চিম আকাশে ঢলে পড়লে যোহরের নামায আদায় করতেন, যাকে তোমরা (নামাযে) উলা বল এবং আসরের নামায এমন সময় আদায় করতেন যে, আমাদের কেউ মদীনার দূর প্রান্তে নিজ অবস্থানে চলে যেতে পারত, তখনও সুর্য দীপ্তিমান থাকত।
[বর্ণনাকারী সাইয়ার (রাযিঃ)] বলেনঃ মাগরিব সম্বন্ধে কি বলেছিলেন আমার স্মরণ নেই। ইশার নামায যাকে তোমরা আতামা’ বল, বিলম্বে আদায় করা তিনি পছন্দ করতেন। ইশার পূর্বে ঘুমানো ও পরে কথা বলাকে তিনি অপছন্দ করতেন। আর ফজরের নামায আদায় করে এমন সময় ফেরতেন যখন কোনো ব্যক্তি তার পার্শ্ববর্তী লোককে চিনতে পারত। তিনি ফজরের নামাযে ষাট থেকে একশত আয়াত পর্যন্ত পাঠ করতেন।
[বর্ণনাকারী সাইয়ার (রাযিঃ)] বলেনঃ মাগরিব সম্বন্ধে কি বলেছিলেন আমার স্মরণ নেই। ইশার নামায যাকে তোমরা আতামা’ বল, বিলম্বে আদায় করা তিনি পছন্দ করতেন। ইশার পূর্বে ঘুমানো ও পরে কথা বলাকে তিনি অপছন্দ করতেন। আর ফজরের নামায আদায় করে এমন সময় ফেরতেন যখন কোনো ব্যক্তি তার পার্শ্ববর্তী লোককে চিনতে পারত। তিনি ফজরের নামাযে ষাট থেকে একশত আয়াত পর্যন্ত পাঠ করতেন।
كتاب المواقيت
ما يستحب من تأخير العشاء
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ عَوْفٍ، عَنْ سَيَّارِ بْنِ سَلاَمَةَ، قَالَ دَخَلْتُ أَنَا وَأَبِي، عَلَى أَبِي بَرْزَةَ الأَسْلَمِيِّ فَقَالَ لَهُ أَبِي أَخْبِرْنَا كَيْفَ، كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي الْمَكْتُوبَةَ قَالَ كَانَ يُصَلِّي الْهَجِيرَ الَّتِي تَدْعُونَهَا الأُولَى حِينَ تَدْحَضُ الشَّمْسُ وَكَانَ يُصَلِّي الْعَصْرَ ثُمَّ يَرْجِعُ أَحَدُنَا إِلَى رَحْلِهِ فِي أَقْصَى الْمَدِينَةِ وَالشَّمْسُ حَيَّةٌ قَالَ وَنَسِيتُ مَا قَالَ فِي الْمَغْرِبِ قَالَ وَكَانَ يَسْتَحِبُّ أَنْ تُؤَخَّرَ صَلاَةُ الْعِشَاءِ الَّتِي تَدْعُونَهَا الْعَتَمَةَ قَالَ وَكَانَ يَكْرَهُ النَّوْمَ قَبْلَهَا وَالْحَدِيثَ بَعْدَهَا وَكَانَ يَنْفَتِلُ مِنْ صَلاَةِ الْغَدَاةِ حِينَ يَعْرِفُ الرَّجُلُ جَلِيسَهُ وَكَانَ يَقْرَأُ بِالسِّتِّينَ إِلَى الْمِائَةِ .