কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ৫১২৬
আন্তর্জাতিক নং: ৫২১৬
১৫৩. সম্মানের জন্য দাঁড়ান- সস্পর্কে।
৫১২৬. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... শু’বা (রাহঃ) থেকে এরূপই বর্ণিত হয়েছে। তবে তিনি আরো বলেনঃ সা’দ (রাযিঃ) যখন মসজিদের কাছে আসেন, তখন নবী (ﷺ) আনসারদের বলেনঃ তোমরা তোমাদের নেতার দিকে উঠে যাও।*
* হযরত সা’দ (রাযিঃ) পায়ে আঘাত পান, সে জন্য তাঁকে গাধার পিঠ থেকে নামাবার জন্য লোকদের সাহায্যের প্রয়োজন ছিল। তাই নবী (ﷺ) আনসারদের বলেন, তোমরা তোমাদের নেতাকে সাহায্য করার জন্য তার কাছে যাও। - অনুবাদক
* হযরত সা’দ (রাযিঃ) পায়ে আঘাত পান, সে জন্য তাঁকে গাধার পিঠ থেকে নামাবার জন্য লোকদের সাহায্যের প্রয়োজন ছিল। তাই নবী (ﷺ) আনসারদের বলেন, তোমরা তোমাদের নেতাকে সাহায্য করার জন্য তার কাছে যাও। - অনুবাদক
باب فِي الْقِيَامِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، بِهَذَا الْحَدِيثِ قَالَ فَلَمَّا كَانَ قَرِيبًا مِنَ الْمَسْجِدِ قَالَ لِلأَنْصَارِ " قُومُوا إِلَى سَيِّدِكُمْ " .


বর্ণনাকারী: