কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ৫০৯৪
আন্তর্জাতিক নং: ৫১৮৪
১৩৬. ব্যক্তি অনুমতি চাওয়ার সময় ক’বার সালাম করবে?
৫০৯৪. আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) .... রাবীআ ইবনে আবু আব্দুর রহমান এবং অন্যান্য আলিমদের পক্ষ হতে এ হাদীসে বর্ণিত হয়েছে যে, তখন উমর (রাযিঃ) আবু মুসা (রাযিঃ)-কে বলেনঃ আমি তোমার কোনরূপ দোষারোপ করছি না, বরং আমি ভয় করছি যে, লোকেরা রাসূলুল্লাহ (ﷺ)-এর উপর কথাবার্তা বলছে! (অর্থাৎ তারা হাদীস বর্ণনার ক্ষেত্রে সতর্কতা পরিহার করছে।)
باب كَمْ مَرَّةٍ يُسَلِّمُ الرَّجُلُ فِي الاِسْتِئْذَانِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ غَيْرِ، وَاحِدٍ، مِنْ عُلَمَائِهِمْ فِي هَذَا فَقَالَ عُمَرُ لأَبِي مُوسَى أَمَا إِنِّي لَمْ أَتَّهِمْكَ وَلَكِنْ خَشِيتُ أَنْ يَتَقَوَّلَ النَّاسُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .
সুনানে আবু দাউদ - হাদীস নং ৫০৯৪ | মুসলিম বাংলা