কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ৫০৭৩
আন্তর্জাতিক নং: ৫১৬৩
১৩২. দাস-দাসীর হক সম্পর্কে।
৫০৭৩. ইবনে মুসাফফা (রাহঃ) ..... মুহাম্মাদ ইবনে খালিদ ইবনে রাফি ইবনে মুকায়ছ (রাহঃ) তাঁর চাচা হারিছ ইবনে রাফি ইবনে মুকায়ছ (রাযিঃ) থেকে বর্ণিত। আর রাফি (রাযিঃ) জুহায়না গোত্রের লোক ছিলেন। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে হুদায়বিয়ার সন্ধির সময় উপস্থিত ছিলেন। এ সময় নবী (ﷺ) বলেনঃ দাস-দাসীদের সাথে ভাল ব্যবহার-বরকতের কারণ হয় এবং তাদের সাথে দুর্ব্যবহার- খারাবীর কারণ হয়।
باب فِي حَقِّ الْمَمْلُوكِ
حَدَّثَنَا ابْنُ الْمُصَفَّى، حَدَّثَنَا بَقِيَّةُ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ زُفَرَ، قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ خَالِدِ بْنِ رَافِعِ بْنِ مَكِيثٍ، عَنْ عَمِّهِ الْحَارِثِ بْنِ رَافِعِ بْنِ مَكِيثٍ، وَكَانَ، رَافِعٌ مِنْ جُهَيْنَةَ قَدْ شَهِدَ الْحُدَيْبِيَةَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " حُسْنُ الْمَلَكَةِ نَمَاءٌ وَسُوءُ الْخُلُقِ شُؤْمٌ " .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী:
সুনানে আবু দাউদ - হাদীস নং ৫০৭৩ | মুসলিম বাংলা