কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ৫০৭০
আন্তর্জাতিক নং: ৫১৬০
১৩২. দাস-দাসীর হক সম্পর্কে।
৫০৭০. আবু কামিল (রাহঃ) ..... আ’মাশ (রাহঃ) থেকে এরূপই বর্ণিত হয়েছে। তাতে এরূপ বর্ণিত আছেঃ আমি একদিন আমার এক গোলামকে লাঠি দিয়ে মারছিলাম। তিনি হাদীসে তাকে আযাদ করার কথা উল্লেখ করেননি।
باب فِي حَقِّ الْمَمْلُوكِ
حَدَّثَنَا أَبُو كَامِلٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، عَنِ الأَعْمَشِ، بِإِسْنَادِهِ وَمَعْنَاهُ نَحْوَهُ قَالَ كُنْتُ أَضْرِبُ غُلاَمًا لِي أَسْوَدَ بِالسَّوْطِ وَلَمْ يَذْكُرْ أَمْرَ الْعِتْقِ .
সুনানে আবু দাউদ - হাদীস নং ৫০৭০ | মুসলিম বাংলা