আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৩- উযূর অধ্যায়

হাদীস নং:
১৪০। নিজ স্ত্রীর সাথে উযু করা এবং স্ত্রীর উযুর অবশিষ্ট পানি (ব্যবহার করা)।
উমর (রাযিঃ) গরম পানি দিয়ে এবং খ্রিস্টান মহিলার ঘরের পানি দিয়ে উযু করেন।
১৯৩। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূল (ﷺ) এর যামানায় পুরুষ এবং মহিলা একত্রে উযু করতেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন