আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৩- উযূর অধ্যায়
হাদীস নং: ১৯২
আন্তর্জাতিক নং: ১৯২
১৩৯। একবার মাথা মাসাহ্ করা
১৯২। উহাইব (রাহঃ) সূত্রে মুসা (রাহঃ) আব্দুল্লাহ ইবনে যায়দ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, মাথা একবার মাসাহ্ করেন।
باب مَسْحِ الرَّأْسِ مَرَّةً
192 - وحَدَّثَنَا مُوسَى قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ قَالَ: مَسَحَ رَأْسَهُ مَرَّةً
