আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২৪- রোযার অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৯৯৪
১২৪৯. কুরবানীর দিন রোযা পালন।
১৮৭০। মুহাম্মাদ ইবনুল মুসান্না (রাহঃ) ......... যিয়াদ ইবনে জুবাইর (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি এসে (আব্দুল্লাহ) ইবনে উমর (রাযিঃ) কে বলল যে, এক ব্যক্তি কোন এক দিনের রোযা পালন করার মান্নত করেছে, আমার মনে হয় সে সোমবারের কথা বলেছিল। ঘটনাক্রমে ঐ দিন ঈদের দিন পড়ে যায়। ইবনে উমর (রাযিঃ) বললেন, আল্লাহ তাআলা মান্নত পুরা করার নির্দেশ দিয়েছেন আর নবী (ﷺ) এই (ঈদের) দিনে রোযা পালন করতে নিষেধ করেছেন।*

* ঈদের পরে কোন একদিন কাযা করে নিবে বলে ফতওয়া দেওয়া হয়েছে ।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন