আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২৪- রোযার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৯৯৩
১২৪৯. কুরবানীর দিন রোযা পালন।
১৮৬৯। ইবরাহীম ইবনে মুসা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, দু’ (দিনের) রোযা ও দু’ (প্রকারের) ক্রয়-বিক্রয় নিষেধ করা হয়েছে, ঈদুল ফিতর ও কুরবানীর (দিনের) রোযা এবং মুলামাসা ও মুনাবাযা* (পদ্ধতিতে ক্রয়- বিক্রয়) হতে।
*জাহিলীয়্যা যুগে প্রচলিত প্রতারণামূলক দু’ প্রকার ক্রয়-বিক্রয়। এতে বিক্রেতা অথবা ক্রেতার স্বাধীন মত প্রকাশের অবকাশ মিলতো না। পর্দার অন্তরাল থেকে না দেখে স্পর্শ করার মাধ্যমে ক্রয়-বিক্রয় সাব্যস্ত করাকে মুলামাসা এবং কাপড় বা কংকর ছুঁড়ে মেরে ক্রয়-বিক্রয় সাব্যস্ত করাকে মুনাবাযা বলা হয়। - (বুখারী শরীফ, ১ম খ-, পৃ. ২৬৭, টীকা নং ৬, আসাহহুল মাতাবি', দিল্লী)।
*জাহিলীয়্যা যুগে প্রচলিত প্রতারণামূলক দু’ প্রকার ক্রয়-বিক্রয়। এতে বিক্রেতা অথবা ক্রেতার স্বাধীন মত প্রকাশের অবকাশ মিলতো না। পর্দার অন্তরাল থেকে না দেখে স্পর্শ করার মাধ্যমে ক্রয়-বিক্রয় সাব্যস্ত করাকে মুলামাসা এবং কাপড় বা কংকর ছুঁড়ে মেরে ক্রয়-বিক্রয় সাব্যস্ত করাকে মুনাবাযা বলা হয়। - (বুখারী শরীফ, ১ম খ-, পৃ. ২৬৭, টীকা নং ৬, আসাহহুল মাতাবি', দিল্লী)।
