আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২৪- রোযার অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৯৮৬
১২৪৫. জুমআর দিনে রোযা পালন করা। যদি জুমআর দিন রোযা পালনরত অবস্থায় ভোর হয়, তবে তার উচিত রোযা ছেড়ে দেওয়া। অর্থাৎ যদি এর আগের দিনে রোযা পালন না করে থাকে এবং পরের দিনে রোযা পালনের ইচ্ছা না থাকে।
১৮৬৩। মুসাদ্দাদ ও মুহাম্মাদ (রাহঃ) ......... জুওয়াইরিয়া বিনতে হারিস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) জুমআর দিনে তাঁর নিকট প্রবেশ করেন, তখন তিনি (জুওয়াইরিয়া) রোযা পালনরত ছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাকে জিজ্ঞাসা করলেনঃ তুমি কি গতকাল রোযা পালন করেছিলে? তিনি বললেন, না। রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞাসা করলেনঃ তুমি কি আগামীকাল রোযা পালনের ইচ্ছা রাখ? তিনি বললেন, না। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তাহলে রোযা ভেঙ্গে ফেল।
হাম্মাদ ইবনুল জা‘দ (রাহঃ) স্বীয় সূত্রে জুওয়াইরিয়া (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে আদেশ দেন এবং তিনি রোযা ভঙ্গ করেন।