আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২৪- রোযার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৯৮৫
১২৪৫. জুমআর দিনে রোযা পালন করা। যদি জুমআর দিন রোযা পালনরত অবস্থায় ভোর হয়, তবে তার উচিত রোযা ছেড়ে দেওয়া। অর্থাৎ যদি এর আগের দিনে রোযা পালন না করে থাকে এবং পরের দিনে রোযা পালনের ইচ্ছা না থাকে।
১৮৬২। উমর ইবনে হাফস ইবনে গিয়াস (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ) কে বলতে শুনেছি যে, তোমাদের কেউ যেন শুধু জুমআর দিনে রোযা পালন না করে, কিন্তু তার আগে একদিন বা পরের দিন (যদি রোযা পালন করে তবে জুমআর দিনে পালন করা যায়)।
