কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২৮. চিরুনি ইত্যাদি ব্যবহারের অধ্যায়

হাদীস নং: ৪১৪৩
আন্তর্জাতিক নং: ৪১৯১
১১. পুরুষদের চুল বাঁধা সম্পর্কে।
৪১৪৩. নুফায়লী (রাহঃ) ..... মুজাহিদ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ উম্মে হানী (রাযিঃ) বলেছেনঃ নবী রাসূলুল্লাহ (ﷺ) মক্কায় আসেন, এ সময় তাঁর চুল চার-ভাগে বাঁধা ছিল।
باب فِي الرَّجُلِ يَعْقِصُ شَعْرَهُ
حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ قَالَتْ أُمُّ هَانِئٍ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى مَكَّةَ وَلَهُ أَرْبَعُ غَدَائِرَ تَعْنِي عَقَائِصَ .
সুনানে আবু দাউদ - হাদীস নং ৪১৪৩ | মুসলিম বাংলা