আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২৪- রোযার অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৯৭২
১২৩৫. নবী (ﷺ) এর রোযা পালন করা ও না করার বর্ণনা।
১৮৪৮। আব্দুল আযীয ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কোন মাসে এভাবে রোযা ছেড়ে দিতেন যে, আমরা মনে করতাম, তিনি এ মাসে আর রোযা পালন করবেন না। আবার কোন মাসে এভাবে রোযা পালন করতেন যে, আমরা মনে করতাম তিনি এ মাসে আর রোযা ছাড়বেন না। আর তুমি যদি তাঁকে রাতে নামায আদায়রত অবস্থায় দেখতে চাইতে, তবে তা দেখতে পেতে। আবার যদি তুমি তাঁকে ঘুমন্ত দেখতে চাইতে, তবে তাও দেখতে পেতে।
সুলাইমান (রাহঃ) হুমায়দ (রাহঃ) সূত্রে বলেন যে, তিনি আনাস (রাযিঃ) কে রোযা সম্পর্কে জিজ্ঞাসা করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন