আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২৪- রোযার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৯৫৩
১২২৪. রোযার কাযা যিম্মায় রেখে যার মৃত্যু হয়।
১৮২৯। মুহাম্মাদ ইবনে আব্দুর রাহীম (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) এর নিকট এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমার মা এক মাসের রোযা যিম্মায় রেখে মারা গেছেন, আমি কি তার পক্ষ থেকে রোযা কাযা করতে পারি? তিনি বলেনঃ হ্যাঁ, আল্লাহর ঋণ পরিশোধ করাই হল অধিক যোগ্য।
সুলাইমান (রাহঃ) বলেন, হাকাম (রাহঃ) এবং সালামা (রাহঃ) বলেছেন, মুসলিম (রাহঃ) এ হাদীস বর্ণনা করার সময় আমরা সকলেই একসাথে উপবিষ্ট ছিলাম। তাঁরা উভয়েই বলেছেন যে, ইবনে আব্বাস (রাযিঃ) থেকে মুজাহিদ (রাহঃ)-কে এ হাদীস বর্ণনা করতে আমরা শুনেছি।
আবু খালিদ আহমার (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একজন মহিলা নবী (ﷺ) কে বলল, আমার বোন মারা গেছে। ইয়াহয়া (রাহঃ) ও আবু মআবিয়া (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, এক মহিলা নবী (ﷺ) কে বলল, আমার মা মারা গেছেন। উবাইদুল্লাহ (রাহঃ)......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, এক মহিলা নবী (ﷺ) কে বলল, আমার মা মারা গেছে, অথচ তার যিম্মায় মানতের রোযা রয়েছে। আবু হারীয (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, এক মহিলা নবী (ﷺ) কে বলল, আমার মা মারা গেছে, অথচ তার যিম্মায় পনের দিনের রোযা রয়ে গেছে।
সুলাইমান (রাহঃ) বলেন, হাকাম (রাহঃ) এবং সালামা (রাহঃ) বলেছেন, মুসলিম (রাহঃ) এ হাদীস বর্ণনা করার সময় আমরা সকলেই একসাথে উপবিষ্ট ছিলাম। তাঁরা উভয়েই বলেছেন যে, ইবনে আব্বাস (রাযিঃ) থেকে মুজাহিদ (রাহঃ)-কে এ হাদীস বর্ণনা করতে আমরা শুনেছি।
আবু খালিদ আহমার (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একজন মহিলা নবী (ﷺ) কে বলল, আমার বোন মারা গেছে। ইয়াহয়া (রাহঃ) ও আবু মআবিয়া (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, এক মহিলা নবী (ﷺ) কে বলল, আমার মা মারা গেছেন। উবাইদুল্লাহ (রাহঃ)......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, এক মহিলা নবী (ﷺ) কে বলল, আমার মা মারা গেছে, অথচ তার যিম্মায় মানতের রোযা রয়েছে। আবু হারীয (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, এক মহিলা নবী (ﷺ) কে বলল, আমার মা মারা গেছে, অথচ তার যিম্মায় পনের দিনের রোযা রয়ে গেছে।
