আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২৪- রোযার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৯৫২
১২২৪. রোযার কাযা যিম্মায় রেখে যার মৃত্যু হয়।
হাসান (রাহঃ) বলেন, তাঁর পক্ষ হতে ত্রিশজন লোক একদিন রোযা পালন করলে হবে।
হাসান (রাহঃ) বলেন, তাঁর পক্ষ হতে ত্রিশজন লোক একদিন রোযা পালন করলে হবে।
১৮২৮। মুহাম্মাদ ইবনে খালিদ (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ রোযার কাযা যিম্মায় রেখে যদি কোন ব্যক্তি মারা যায়, তাহলে তার অভিভাবক তার পক্ষ থেকে রোযা আদায় করবে।
ইবনে ওয়াহব (রাহঃ) আমর (রাহঃ) থেকে উক্ত হাদীসটি অনুরূপ বর্ণনা করেছেন। ইয়াহয়া ইবনে আইয়ুব (রাহঃ) ইবনে আবু জা’ফর (রাহঃ) থেকেও এ হাদীসটি বর্ণনা করেছেন।
ইবনে ওয়াহব (রাহঃ) আমর (রাহঃ) থেকে উক্ত হাদীসটি অনুরূপ বর্ণনা করেছেন। ইয়াহয়া ইবনে আইয়ুব (রাহঃ) ইবনে আবু জা’ফর (রাহঃ) থেকেও এ হাদীসটি বর্ণনা করেছেন।
