আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২৪- রোযার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৯৪৭
১২১৯. রোযা পালন করা ও না করার ব্যাপারে নবী (ﷺ) এর সাহাবীগণ একে অন্যের প্রতি দোষারোপ করতেন না।
১৮২৩। আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী (ﷺ) এর সঙ্গে সফরে যেতাম। রোযাদার ব্যক্তি গায়ের রোযাদারকে (যে রোযা পালন করছে না) এবং গায়ের রোযাদার ব্যক্তি রোযাদারকে দোষারোপ করত না।
