কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২২. খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৩৭২২
আন্তর্জাতিক নং: ৩৭৬৪
৪৬৬. একত্রিত হয়ে খানা খাওয়া।
৩৭২২. ইবরাহীম ইবনে মুসা (রাহঃ) ..... ওয়াহশী ইবনে হারব (রাহঃ) তাঁর পিতা হতে এবং তিনি তাঁর দাদা হতে বর্ণনা করেছেন। একদা নবী (ﷺ)-এর সাহাবীগণ বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা খানা খাই, কিন্তু পরিতৃপ্ত হই না। তিনি বলেনঃ হয়তো তোমরা আলাদা আলাদা ভাবে খানা খাও। তাঁরা বলেনঃ হ্যাঁ। তিনি বলেনঃ তোমরা একত্রিত হয়ে খানা খাবে এবং বিসমিল্লাহ বলবে, এতে তোমাদের খাবারে বরকত হবে। ইমাম আবু দাউদ (রাহঃ) বলেনঃ কোন দাওয়াতে তোমাদের সামনে যখন খানা রাখা হবে, তখন মেজবানের অনুমতি ব্যতীত তা খাবে না।
باب فِي الاِجْتِمَاعِ عَلَى الطَّعَامِ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى الرَّازِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ حَدَّثَنِي وَحْشِيُّ بْنُ حَرْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ أَصْحَابَ النَّبِيِّ، صلى الله عليه وسلم قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَأْكُلُ وَلاَ نَشْبَعُ . قَالَ " فَلَعَلَّكُمْ تَفْتَرِقُونَ " . قَالُوا نَعَمْ . قَالَ " فَاجْتَمِعُوا عَلَى طَعَامِكُمْ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهِ يُبَارَكْ لَكُمْ فِيهِ " . قَالَ أَبُو دَاوُدَ إِذَا كُنْتَ فِي وَلِيمَةٍ فَوُضِعَ الْعَشَاءُ فَلاَ تَأْكُلْ حَتَّى يَأْذَنَ لَكَ صَاحِبُ الدَّارِ .

হাদীসের ব্যাখ্যা:

সাহাবায়ে কেরাম অভিযোগ করলেন যে, আমরা খাই কিন্তু তৃপ্ত হই না, পেট ভরে না। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণ অনুমান করতে পারলেন। তাই তিনি জিজ্ঞেস করলেন, সম্ভবত তোমরা আলাদা আলাদাভাবে খাও। সকলে এক পাত্রে খাও না। তারা তা স্বীকার করলেন। তখন তিনি তাদেরকে দু'টি হুকুম দিলেন। একটা হল সম্মিলিতভাবে খাওয়া। আর দ্বিতীয় হল আল্লাহর নাম নিয়ে খাওয়া। এ দু'টিই বরকতের কারণ। সকলে মিলে এক পাত্রে খেলে তাতে খাবারে বরকত হয়। তাই বলা হয়, যত হাত ততো বরকত। এমনিভাবে বিসমিল্লাহ বলাও বরকতের কারণ। আল্লাহ তা'আলার নাম নিয়ে খাবার খেলে আল্লাহ তা'আলা খাবারে বরকত দিয়ে দেন।


হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. খাওয়ার সময় একাধিক ব্যক্তি থাকলে প্রত্যেকে আলাদা পাত্র নেবে না; বরং একপাত্রে একাধিক ব্যক্তি খাবে।

খ. খাওয়ার শুরুতে অবশ্যই বিসমিল্লাহ বলা চাই।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে আবু দাউদ - হাদীস নং ৩৭২২ | মুসলিম বাংলা