কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২১. (হালাল-হারাম) পানীয়ের অধ্যায়

হাদীস নং: ৩৬৬৪
আন্তর্জাতিক নং: ৩৭০৬
৪৩৬. মিশ্রিত বস্তু সম্পর্কে।
৩৬৬৪. মুসাদ্দাদ (রাহঃ) ..... কাবশা বিনতে আবী মারয়াম (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি উম্মে সালামা (রাযিঃ)-কে জিজ্ঞাসা করি যে, নবী (ﷺ) কোন কোন জিনিস ব্যবহার করতে নিষেধ করেছেন? তিনি বলেনঃ নবী (ﷺ) খেজুর এভাবে পাকাতে নিষেধ করেছেন, যাতে তার আটি বিনষ্ট হয়ে যায় এবং তিনি আঙ্গুর ও খেজুর মিশ্রিত করে ভিজিয়ে (নাবীয বানাতে) নিষেধ করেছেন।
باب فِي الْخَلِيطَيْنِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ ثَابِتِ بْنِ عُمَارَةَ، حَدَّثَتْنِي رَيْطَةُ، عَنْ كَبْشَةَ بِنْتِ أَبِي مَرْيَمَ، قَالَتْ سَأَلْتُ أُمَّ سَلَمَةَ مَا كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَنْهَى عَنْهُ قَالَتْ كَانَ يَنْهَانَا أَنْ نَعْجُمَ النَّوَى طَبْخًا أَوْ نَخْلِطَ الزَّبِيبَ وَالتَّمْرَ .
সুনানে আবু দাউদ - হাদীস নং ৩৬৬৪ | মুসলিম বাংলা