আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২৪- রোযার অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৯১৬
১১৯৯. মহান আল্লাহর বাণীঃ তোমরা পানাহার কর, যতক্ষণ না কালো রেখা থেকে ভোরের সাদা রেখা স্পষ্ট রূপে তোমাদের নিকট প্রতিভাত না হয়। তারপর রাত পর্যন্ত রোযা পূর্ণ কর......... (২ঃ ১৮৭)। এ বিষয়ে নবী করীম (ﷺ) থেকে বারা (রাযিঃ) হাদীস বর্ণনা করেছেন।
১৭৯৫। হাজ্জাজ ইবনে মিনহাল (রাহঃ) ......... আদী ইবনে হাতিম (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন এই আয়াত নাযিল হলঃ حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الأَبْيَضُ مِنَ الْخَيْطِ الأَسْوَدِ ‘তোমরা পানাহার কর, যতক্ষণ না কালো রেখা থেকে (ভোরের) সাদা রেখা স্পষ্টরূপে তোমাদের নিকট প্রতিভাত না হয়’ তখন আমি একটি কালো এবং একটি সাদা রশি নিলাম এবং উভয়টিকে আমার বালিশের নীচে রেখে দিলাম। রাতে আমি এগুলোর দিকে বারবার তাকাতে থাকি। কিন্তু আমার নিকট পার্থক্য প্রকাশিত হল না। তাই সকালেই রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট গিয়ে এ বিষয় বললাম। তিনি বললেনঃ এতো রাতের আধার এবং দিনের আলো।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন