আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২৪- রোযার অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৮৯৫
১১৮৫. রোযা (গুনাহের) কাফফারা।
১৭৭৪। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... হুযাইফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন উমর (রাযিঃ) বললেন, ফিতনা সম্পর্কিত নবী (ﷺ) এর হাদীসটি কার মুখস্ত আছে? হুযাইফা (রাযিঃ) বললেন, আমি নবী (ﷺ) কে বলতে শুনেছি যে, পরিবার, ধন-সম্পদ এবং প্রতিবেশীই মানুষের জন্য ফিতনা। নামায, রোযা এবং সাদ্‌কা এর কাফফারা হয়ে যায়। উমর (রাযিঃ) বললেন, এ ফিতনা সম্পর্কে আমি জিজ্ঞাসা করছি না, আমি তো জিজ্ঞাসা করেছি ওই ফিতনা সম্পর্কে, যা সমুদ্রের ঢেউয়ের মত আন্দোলিত হতে থাকবে। হুযাইফা (রাযিঃ) বললেন, এ ফিতনার সামনে বন্ধ দরজা আছে। উমর (রাযিঃ) বললেন, এ দরজা কি খুলে যাবে, না ভেঙ্গে যাবে? হুযাইফা (রাযিঃ) বললেন, ভেঙ্গে যাবে। উমর (রাযিঃ) বললেন, তাহলে তো তা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। আমরা মাসরুক (রাহঃ) কে বললাম, হুযাইফা (রাযিঃ) কে জিজ্ঞাসা করুন, উমর (রাযিঃ) কি জানতেন, কে সেই দরজা? তিনি বললেন, হ্যাঁ, তিনি এরূপ জানতেন যেরূপ কালকের দিনের পূর্বে আজকের রাত।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন