আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২৪- রোযার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৮৯৩
১১৮৩. রোযার অধ্যায়ঃ রমযানের রোযা ফরয হওয়া প্রসঙ্গে।
১৭৭২। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, জাহিলী যুগে কুরাইশগণ আশূরার দিন রোযা পালন করত। রাসূলুল্লাহ (ﷺ)ও পরে এ রোযা পালনের নির্দেশ দেন। অবশেষে রমযানের রোযা ফরয হলে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ যার ইচ্ছা আশূরার রোযা পালন করবে এবং যার ইচ্ছা সে রোযা পালন করবে না।
