আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২২- ওমরার অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৮৬৪
১১৬৮. মহিলাদের হজ্জ
১৭৪২। সুলাইমান ইবনে হারব (রাহঃ) ......... যিয়াদের আযাদকৃত গোলাম কাযা’আ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু সা’ইদ (রাযিঃ)-কে যিনি নবী (ﷺ) এর সাথে বারটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, বলতে শুনেছি, চারটি বিষয় যা আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি (অথবা) তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করতেন। আবু সা’ইদ (রাযিঃ) বলেন, এ বিষয়গুলো আমাকে আশ্চর্যান্বিত করে দিয়েছে এবং চমৎকৃত করে ফেলেছে। (তা হল এই) স্বামী কিংবা মাহরাম ব্যতীত কোন মহিলা দুই দিনের পথ সফর করবে না। ‘ঈদুল ফিতর এবং ‘ঈদুল আযহা-- এ দুই দিন কেউ রোযা পালন করবে না। আসরের পর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এবং ফজরের পর সূর্য উদয় হওয়া পর্যন্ত কেউ নামায আদায় করবে না। মসজিদে হারাম, আমার মসজিদ এবং মসজিদে আকসা — এ তিন মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের জন্য সফরের প্রস্তুতি গ্রহণ করবে না।*

*আব্দুল হক মুহাদ্দিসে দেহলবী (রাহঃ) বলেন, এখানে সফরের কথা বলা হয়েছে। সওয়াব লাভের আশায় এ তিনটি মসজিদ ছাড়া অন্য কোন মসজিদের দিকে সফরে বের হওয়া যাবে না। কারণ, এ তিনটি ছাড়া দুনিয়ার সকল মসজিদের মর্যাদা সমান। প্রয়োজনের খাতিরে বের হওয়া ভিন্ন কথা। কেউ কেউ মনে করেন, হাদীসটির অর্থ এ তিনটি মসজিদ ছাড়া অন্য কোন মসজিদের প্রতি সফর করার মান্নত করা যাবে না। আর করলে তা ওয়াজিব হবে না। মান্নতই যেখানে সহীহ হবে না সেখানে তা আদায় করার প্রশ্নই অবান্তর। এও হতে পারে যে, হাদীসটিতে এ তিনটি স্থানের প্রতি সফরে বের হওয়ার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন