আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২২- ওমরার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৮৬৩
১১৬৮. মহিলাদের হজ্জ
১৭৪১। আবদান (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) হজ্জ থেকে ফিরে এসে উম্মে সিনান (রাযিঃ) নামক এক আনসারী মহিলাকে বললেনঃ হজ্জ আদায় করাতে তোমাকে কিসে বাধা দিল? তিনি বলেন, অমুকের আব্বা অর্থাৎ তাঁর স্বামী, কারণ পানি টানার জন্য আমাদের মাত্র দু’টি উট আছে। একটিতে সওয়ার হয়ে তিনি হজ্জ আদায় করতে গিয়েছেন। আর অন্যটি আমাদের জমিতে পানি সিঞ্চনের কাজ করছে। নবী (ﷺ) বললেনঃ রমযান মাসে একটি উমরা আদায় করা একটি ফরয হজ্জ আদায় করার সমান অথবা বলেছেনঃ আমার সাথে একটি হজ্জ আদায় করার সমান।
হাদীসটি ইবনে জুরায়জ (রাহঃ) ......... ’আতা (রাহঃ) ও ইবনে আব্বাস (রাযিঃ) এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন এবং উবাইদুল্লাহ (রাহঃ) জাবির (রাযিঃ) এর সূত্রে এ হাদীসটি নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন।
হাদীসটি ইবনে জুরায়জ (রাহঃ) ......... ’আতা (রাহঃ) ও ইবনে আব্বাস (রাযিঃ) এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন এবং উবাইদুল্লাহ (রাহঃ) জাবির (রাযিঃ) এর সূত্রে এ হাদীসটি নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন।
