কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৯. জিহাদের বিধানাবলী

হাদীস নং: ২৬৭৭
আন্তর্জতিক নং: ২৬৮৬

পরিচ্ছেদঃ ২২. কয়েদীকে বেঁধে রেখে হত্যা করা।

২৬৭৭. আলী ইবনে হুসাইন রাকী (রাহঃ) ...... ইবরাহীম (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যাহহাক ইবনে কায়স মাসরূককে (যাকাত আদায়কারী) অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত নেন। তখন উকবা তাকে বলেনঃ আপনি কি এমন এক ব্যক্তিকে নিয়োগ করবেন, যিনি উছমান (রাযিঃ) এর হত্যাকারীদের মধ্য হতে এখনও জীবিত আছেন? মাসরূক বলেনঃ আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাযিঃ) আমাদের নিকট এরূপ বর্ণনা করেছেন এবং তিনি আমাদের মাঝে হাদীস বর্ণনার ক্ষেত্রে অত্যন্ত নির্ভরশীল। নবী করীম (ﷺ) যখন তোমার পিতাকে হত্যা করার ইরাদা করেন, তখন সে জিজ্ঞাসা করেছিলঃ আমার সন্তানদের লালন-পালন কে করবে? তখন তিনি বলেনঃ আগুন। তখন (মাসরূক) বলেনঃ আমিও তোমার ব্যাপারে তাতেই সন্তুষ্ট, যাতে রাসূলূল্লাহ্ (ﷺ) সন্তুষ্ট।