আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২২- ওমরার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৮১৬
১১৩৯. ফিদয়ার প্রদেয় খাদ্য অর্ধ সা’ পরিমাণ
১৭০০। আবুল ওলীদ (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে মা’কিল (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি কা’ব ইবনে উজরা (রাযিঃ) এর পাশে বসে তাঁকে ফিদয়া সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, এ আয়াত বিশেষভাবে আমার সম্পর্কেই নাযিল হয়েছে। তবে এ হুকুম সাধারণভাবে তোমাদের সকলের জন্যই। রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে আমাকে নিয়ে যাওয়া হল। তখন আমার চেহারায় উকুন বেয়ে পড়ছে। তিনি বললেনঃ তোমার কষ্ট বা পীড়া যে পর্যায়ে পৌছেছে দেখতে পাচ্ছি, আমার তো আগে এ ধারণা ছিল না। তুমি কি একটি বকরীর ব্যবস্থা করতে পারবে? আমি বললাম, না। তিনি বললেনঃ তাহলে তুমি তিন দিন রোযা পালন কর অথবা ছয়জন মিসকীনকে অর্ধ সা’ করে খাওয়াও।


বর্ণনাকারী: