আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২২- ওমরার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৮১৫
১১৩৮. মহান আল্লাহর বাণীঃ অথবা সাদ্কা অর্থাৎ ছয়জন মিসকীনকে খাওয়ানো
১৬৯৯। আবু নু’আইম (রাহঃ) ......... কা’ব ইবনে উজরা (রাযিঃ) বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমার কাছে দাঁড়ালেন। এ সময় আমার মাথা থেকে উকুন ঝরে পড়ছিল। রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞাসা করলেনঃ তোমার এই কীটগুলো (উকুন) কি তোমাকে কষ্ট দিচ্ছে? আমি বললাম, হ্যাঁ, তিনি বললেনঃ মাথা মুড়িয়ে নাও অথবা বললেন, মুড়িয়ে নাও। কা’ব ইবনে উজরা (রাযিঃ) বলেন, আমার সম্পর্কেই নাযিল হয়েছে এই আয়াতটিঃ তোমাদের মধ্যে কেউ যদি পীড়িত হয় কিংবা মাথায় ক্লেশ থাকে ......... (২ঃ ১৯৬)। তখন নবী (ﷺ) বললেনঃ তুমি তিনদিন রোযা পালন কর কিংবা এক ফরক (তিন সা’ পরিমাণ) ছয়জন মিসকীনের মধ্যে সাদ্কা কর, অথবা কুরবানী কর যা তোমার জন্য সহজসাধ্য।*
* অর্থাৎ (হাদী থেকে) যা তোমার জন্য সহজসাধ্য হয় কুরবানী কর।---টিকাকার
* অর্থাৎ (হাদী থেকে) যা তোমার জন্য সহজসাধ্য হয় কুরবানী কর।---টিকাকার


বর্ণনাকারী: