কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৮. রোযার অধ্যায়

হাদীস নং: ২৩২৫
আন্তর্জাতিক নং: ২৩৩১
২০১. রমযানের আগমনের পূর্বে রোযা রাখা।
২৩২৫. আহমদ ইবনে আব্দুল ওয়াহেদ সূত্রে বর্ণিত আবু মুসহির বলেন, অর্থাৎ সাঈদ ইবনে আব্দুল আযীয বলতেন, ″সাররাহ″ শব্দের অর্থ প্রথমাংশ। (অর্থাৎ শা‘বানের প্রথমাংশে রোযা রাখার তাগিদ দিয়েছেন।)
باب فِي التَّقَدُّمِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْوَاحِدِ، حَدَّثَنَا أَبُو مُسْهِرٍ، قَالَ كَانَ سَعِيدٌ - يَعْنِي ابْنَ عَبْدِ الْعَزِيزِ - يَقُولُ سِرُّهُ أَوَّلُهُ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী:
সুনানে আবু দাউদ - হাদীস নং ২৩২৫ | মুসলিম বাংলা