কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৮. রোযার অধ্যায়

হাদীস নং: ২৩২৪
আন্তর্জাতিক নং: ২৩৩০
২০১. রমযানের আগমনের পূর্বে রোযা রাখা।
২৩২৪. সুলাইমান ইবনে আব্দুর রহমান দিমাশকী বর্ণনা করেন যে, ওয়ালীদ বলেন, আমি আবু আমর আল আওয়াযী হতে শুনেছি হাদীসে বর্ণিত ″সাররাহ″ অর্থ মাসের প্রথমভাগ।
باب فِي التَّقَدُّمِ
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدِّمَشْقِيُّ، - فِي هَذَا الْحَدِيثِ - قَالَ قَالَ الْوَلِيدُ سَمِعْتُ أَبَا عَمْرٍو - يَعْنِي الأَوْزَاعِيَّ - يَقُولُ سِرُّهُ أَوَّلُهُ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী:
সুনানে আবু দাউদ - হাদীস নং ২৩২৪ | মুসলিম বাংলা