আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৭৪০
১০৯২. মিনার দিনগুলোতে খুতবা প্রদান।
১৬৩১। হাফস ইবনে উমর (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি নবী (ﷺ) কে আরাফার ময়দানে খুতবা দিতে শুনেছি।
ইবনে উয়াইনা (রাহঃ) আমর (রাহঃ) থেকে হাদীস বর্ণনায় শু’বা (রাহঃ) এর অনুসরণ করেছেন।
ইবনে উয়াইনা (রাহঃ) আমর (রাহঃ) থেকে হাদীস বর্ণনায় শু’বা (রাহঃ) এর অনুসরণ করেছেন।
